প্রথম পাতা » সিসিনিউজ »
ডেপুটি স্পিকারের পদ চাইবে জাতীয় পার্টি
ঢাকা: দশম জাতীয় সরকারের নতুন মন্ত্রিসভায় আরো মন্ত্রিত্ব চায় জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়া সংসদে ডেপুটি স্পিকারের পদটিও চায় তারা। মঙ্গলবার দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের কাছে জাপার এ চাহিদার কথা জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসভবনে বৈঠকটি শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে। বৈঠকে দলীয় ৩৩ সংসদ সদস্যের মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন।
দুপুর ১টা ২০ বৈঠক শেষে আনিসুল ইসলাম মাহমুদের কাছে সাংবাদিকরা জানতে চান, বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির মন্ত্রিত্ব নিয়ে পার্টি সন্তুষ্ট কিনা। এর উত্তরে তিনি বলেন, না পাওয়ার বেদনা তো একটা রয়েছেই। আমরা জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় আরো মন্ত্রীর অন্তর্ভুক্তি চাই।
এ সময় জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ চাওয়া হবে বলেও জানান তিনি।
তবে মন্ত্রিসভা নিয়ে অসন্তোষ নেই জানিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান বলেন, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। জাতীয় পার্টি বিরোধীদল হওয়ায় আমরা গর্বিত। এ সময় মঙ্গলবারের জাতীয় পার্টির বৈঠকসহ যা হচ্ছে, তা পার্টির চেয়ারম্যানের নির্দেশেই হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান নাসিম ওসমান।