CC News

শপথ নিলেন সাবের হোসেন

 
 

Saberসিসি  নিউজ: ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী শপথ নিয়েছেন। বুধবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী।

৫ জানুয়ারির নির্বাচনের পর ৮ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ আসনের নির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশে না থাকার কারণে ওই সময় শপথ নিতে পারেননি সাবের হোসেন চৌধুরী। বুধবার সাবের হোসেন চৌধুরীর শপথের মাধ্যমে দশম সংসদের ২৮৯ জন সাংসদ শপথ নিলেন।

Print Friendly, PDF & Email