CC News

শুক্রবার এলআরবির সঙ্গীত সন্ধ্যা

 
 
LRB_BAND_139079_0
ঢাকা: শীত মৌসুম কনসার্টের জমজমাট সময় হলেও বাতাসের মতোই ঠান্ডা দেশের সঙ্গীতাঙ্গন। রাজধানী ঢাকায়ও দেখা নেই ব্যান্ড সঙ্গীতের কনসার্ট। এমন সময় আয়োজিত হতে যাচ্ছে এলআরবি’র একক সঙ্গীত সন্ধ্যা।
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর এলআরবি গান করবে দেড় ঘণ্টাব্যাপী। অনুষ্ঠানটির আয়োজন করেছে ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানস্থ আইজিসিসি ভবনে সঙ্গীত সন্ধ্যাটি শুরু হবে।
আগ্রহী যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন একদমই বিনা টিকিটে।
Print Friendly, PDF & Email