• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সাদুল্লাপুরের স্থগিত হওয়া ২৭ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন

vot photos-16-01-2014আমিনুল ইসলাম, সাদুল্লাপুর (গাইবান্ধা) : দশম জাতীয় সংসদ নির্বাচনে গত ৫ জানুয়ারী গাইবান্ধা-৩, সাদুল্লাপুরে ৬৭ টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনের দিন ও তার আগের রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যালট পেপার সহ অন্যান্য উপকরণে অগ্নিসংযোগ করায় ২৭টি কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়। নির্বাচন কমিশন এই স্থগিত কেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার পুনরায় ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে। সে মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে স্থগিত হওয়া ২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। স্থগিত হওয়া ২৭ কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ৮৭ হাজার। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে। ভোটারের  উপস্থিতি কম হলেও ভোট প্রদানে কোন বাঁধা বিপত্তি ছিল না। অত্র উপজেলার ৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তার মধ্যে সতন্ত্র প্রার্থী এস.এম খাদেমুল ইসলাম খুদি আনারস প্রতীক, ১৬ জানুয়ারীর  পূর্বেই এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করায় মূলত দু’জন প্রার্থীর সমর্থকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আওয়ামীলীগের প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকার নৌকা প্রতীক এবং জেপির প্রার্থী ফজলে করিম  পল্লব বাইসাইকেল প্রতীক। স্থগিত হওয়া কেন্দ্রগুলিতে ভোট চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই নগন্য। ভোটাররা নির্বিগ্নে  ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখাগেছে। তবে বেশির ভাগ কেন্দ্রেই বেলা ১ টার মধ্যেই ভোট শেষ হয়েছে। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট ভোট কেন্দ্রে গিয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোস্তাফিজার রহমানের সাথে কথা বলে জানা যায়, এই কেন্দ্রের মোট ৩ হাজার ৪’শ ভোটারের মধ্যে বেলা ১২ পর্যন্ত আনুমানিক ১ হাজার ২’শ ভোট পরেছে। তিনি জানান, ভোট গ্রহণে কোন বাঁধা বিপত্তি বা সমস্য হয়নি। তবে পুরুষের চেয়ে মহিলা সংখ্যালঘু ভোটারের  উপস্থিতি ছিল বেশি। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ জন পুলিশ ও ১২ জন করে আনসার সদস্য দায়িত্বরত রয়েছে। এছাড়াও র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশের টহল রয়েছে। উপজেলা সহকারী রিটারনিং অফিসার আহসান হাবীব জানান, স্থগিত হওয়া ২৭ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ