CC News

সানি-হানিতে উষ্ণ বলিউড

 
 
Sani
বিনোদন ডেস্ক: গানটির ভাষা এবং উপস্থাপনা নিয়ে এরইমধ্যে আলোড়ন উঠেছে, নাক কুঁচকেছেন নিন্দুকেরাও। তবু ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত হানি সিংয়ের সঙ্গে সমান তালে কোমড় দুলিয়েছেন সাবেক পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন।

সম্প্রতি ‘রাগিণী এমএমএস-২’ ছবির আইটেম গান গেয়েছেন হানি সিং। আর তার সুরে পা মিলিয়েছেন সানি। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। ছবির গোটা টিম দিনভর শ্যুটিং করেছে সানি এবং হানিকে নিয়ে।

যদিও ‘রাগিণী এমএমএস-২’ ছবিটি মুক্তির আগেই অশ্লীলতার দায়ে দুষ্ট হয়েছে। এ নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন সমালোচকরা। ভিডিওটিতে সানি লিওনের পোশাক এবং শরীরী অঙ্গভঙ্গি নাকি এতটাই অশ্লীল এবং উত্তেজক যে, সবার সামনে তা দেখা যায় না বলে দাবি করেছেন সমালোচকদের।

যদিও প্রযোজক সংস্থার দাবি, এখনো একটি মাত্র গানের শুটিং হয়েছে। এ নিয়ে অযথা হইচই হচ্ছে। এমন কিছুই নেই দৃশ্যগুলিতে। এর থেকেও বেশি উত্তেজক মুহূর্ত নাকি অন্য অনেক ছবিতেই দেখানো হয়।

তবে যে যাই বলুক, পরস্পরকে নিয়ে খুবই উচ্ছ্বসিত হানি-সানি। দুজনেই ওই বিশেষ মুহূর্তগুলো অত্যন্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

উৎসঃ   বাংলামেইল২৪
Print Friendly, PDF & Email