CC News

অন্য কেউ

 
 

।। পার্থ ঘোষ ।।

চোখ তোর অন্যদিকে,another
অন্য কাকে খুঁজতে,
আমিও চোখ ফিরিয়ে নিই,
চোখের জল এড়াতে।

অনেক দিন বলিসনি কথা,
নিজস্বতা বেড়েছে তোর,
আমারও একাকীত্ব বেড়ে গেছে,
কথা বলার, পাইনা জোর।

আঙ্গুল তোর, পাচটা-ই ছিল,
কিন্তু আঙ্গুলের ফাকে আঙ্গুল ছিল না,
আমার হাতেও আঙ্গুল ছিল,
আগে এতটা ফাকা লাগত না।

ধরিসনি এই বাড়ানো হাত,
ভরসা আমায় করিসনি,
আমিও ভরসা করে,
আর কাউকে ভালোবাসিনি।

জানিনা, জল এসেছিল কোথা থেকে,
উঠেছিল একটা ঢেউ,
না বলেই, বুঝিয়ে দিলি,
আমি নই, তোর জন্য অন্য কেউ।।

Print Friendly, PDF & Email