• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন |

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে গম্ভীর নেই

Gautam-Gambhirখেলাধুলা ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের সম্ভাব্য দলে সিনিয়র ওপেনার গৌতম গম্ভীর জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ওপেনার চেতন চৌহান।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ক্ষুব্ধ চৌহান বলেন, ৩০ সদস্যের তালিকায় গম্ভীরের নাম না থাকায় আমি বিস্মিত ও ব্যথিত। আপনি বলতে চাচ্ছেন তিনি এতো খারাপ খেলোয়াড় যে দেশের ৩০ জন খেলোয়াড়ের মধ্যেও নেই। এমন ধরনের নির্বাচন প্রক্রিয়ার পেছনে কি যুক্তি আছে আমি জানতে চাই। টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে তার পারফরমেন্সের দিকে তাকান। আমি যদি ভুল না করে থাকি তাহলে এ ফরম্যাটে এখনো সে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী।’

এ পর্যন্ত ভারতের হয়ে ৩৭ ম্যাচে সাতটি হাফ সেঞ্চুরিসহ গম্ভীরের মোট রান ৯৩২। যা কি-না ভারতের সর্বোচ্চ। তারপর রয়েছে যুবরাজ সিং (৮৬৮ রান)। সুরেশ রায়না (৮৫৯ রান) এবং মহেন্দ্র সিং ধোনি (৭৭২ রান)।

ভারতীয় সাবেক অলরাউন্ডার ও দিল্লির অধিনায়ক মদন লাল বলেন, সম্ভাব্য দলে সুযোগ পেয়েছে এমন অনেকের চেয়েই গম্ভীরের পারফরমেন্স ভালো ছিলো।
১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের এ নায়ক বলেন, ‘এটা অত্যন্ত বিস্ময়কর ও হতাশাজনক যে, গম্ভীরের মতো মেধাবী একজন খেলোয়াড়কে ৩০ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক খেলোয়াড়ই আছে যারা গম্ভীরের মতো পারফর্ম করতে পারেনি তারপরও দলে রয়েছে।’

দিল্লির ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি স্নেহ বনসাল বলেন, গম্ভীরের বাদপড়া নিয়ে তিনি বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলবেন।

বনসাল বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচকদের বিষয়, তবে তালিকায় কেন গম্ভীরের নাম নেই ব্যক্তিগতভাবে আমি বিসিসিআই প্রেসিডেন্টের কাছে জানতে চাইবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ