• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন |

রংপুরে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি

Election Picঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়াম লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপনির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব মোহাম্মদ সাদিক রবিবার এই সময়সূচির বিজ্ঞপ্তি জারি করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি বাছাইয়ের পর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে ২০ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
রংপুরের জেলা প্রশাসক এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। গত ৫ জানুয়ারি ভোটে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে জয়ী হন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
এরপর তিনি গোপালগঞ্জের আসনটি রেখে নিজের শ্বশুরবাড়ির এলাকা রংপুরের আসনটি ছেড়ে দিলে ইসি ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ