CC News

বোচাগঞ্জে ২০ সংগঠনের মানববন্ধন

 
 

Bocagongদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বসত-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে নারী অধিকার সংগঠনসহ কৃষকের ২০টি সংগঠন।
সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা পৌর শহরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলু। মানববন্ধন চলাকালে সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বসত-বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করে নারী অধিকার ও কৃষকের ২০টি সংগঠন।

Print Friendly, PDF & Email