CC News

সৈয়দপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
 

Saidpur
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সৈয়দপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের উত্তরে নাড়িয়া খাম্বা নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত লাশের মাথায় বাম পাশে কানের নীচে আঘাতের চিহ্ন আছে। ফর্সা গায়ের রংয়ের যুবকের বয়স আনুমানিক ২৭/২৮ বছরের। পরণে প্যান্ট, পায়ে কেট্স ও গায়ে গ্রামীণ ফোনের কাষ্টমার সার্ভিস লেখা জ্যাকেট রয়েছে।
সকাল পৌণে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

Print Friendly, PDF & Email