CC News

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ১০

 
 

Atokদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
দিনাজপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিভিন্ন নাশকতা ও সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোর রাতে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বিএনপির ৪ জন ও জামায়াতের ৬ জন জামায়াতের নেতাকর্মী। আটককৃতদের আদালতের মভাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।  উল্লেখ্য, গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থান থেকে ৭৫৬ জনকে আটক করেছে বলে কন্ট্রোল রুম জানায়।

Print Friendly, PDF & Email