CC News

সুন্দরগঞ্জে গুলিবিদ্ধ শিবির কর্মীর মৃত্যু

 
 

Death-2গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির কর্মী মারা গেছে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিবির কর্মীর নাম সোহানুর রহমান সোহাগ (১৪)।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি পুলিশ হত্যা মামলার আসামি ধরতে যৌথ বাহিনী সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি গ্রামে অভিযান চালায়। সে সময় জামায়াত-শিবিরের কর্মীরা ডাকাত পড়েছে বলে মাইকিং করে। তারা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী রাবার বুলেট, কাঁদানে  গ্যাসের শেল ও গুলি ছোড়ে। এতে শিবির কর্মী সোহাগ গুলিবিদ্ধ হয়। সে গোপনে চিকিৎসা নিচ্ছিল।

এদিকে, শিবির কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।’

সোহাগের বাড়ি উপজেলার রামভদ্র রাজবাড়ি গ্রামে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

Print Friendly, PDF & Email