CC News

অবক্ষয়

 
 

।। মমেন সিংহ ।।

কুমারি মনের সুরেলা তান00

কুম্ভাকার অতিকায় দানব

গিলতেছে সব আছে যত রব

মধুময় সরভী বিতান ।

অবক্ষয় যত এ ধরণী নত

যৌনতার করাল গ্রাসে

অট্টহাসি দিবানিশি হাসে

প্রেমকে করেছে ক্ষতবিক্ষত ।

ক্ষমতা আর অর্থে পদপিষ্ট

সন্তান অনম্র কথনে

অসহায় পিতৃ মননে

বুনে দেয় অবক্ষয়ের অবশিষ্ট।

অবিশ্বাসের মুরালি-লহরী বিস্তার

হানে আঘাত নিষ্ঠুর হয়

চারদিকে ভয় শুধু অবক্ষয়

নেই কি তার কোন নিস্তার?

Print Friendly, PDF & Email