CC News

বিরামপুরে আরডিআরএস শীতবস্ত্র বিতরণ

 
 

Dinajpurবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলায় আরডিআরএস বাংলাদেশ মঙ্গলবার হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আরডিআরএস কার্যালয়ে বেলা ১২টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। আরডিআরএস এর দিনাজপুর কর্মসূচি ব্যবস্থাপক খোরশেদ আলম  এলাকা ব্যবস্থাপক সুবল কুমার প্রামানিক ,এনজিও ফ্রোরামের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিক আব্দুল কদ্দুস এসময় আরডিআরএস এর বিভিন্ন পরয়ায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারী সংস্থা ও সংগঠনগুলোকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহবান জানান।

Print Friendly, PDF & Email