CC News

রংপুরের চার উপজেলায় নির্বাচন স্থগিত

 
 

rangpur mapঢাকা: রংপুরের চারটি উপজেলায় সীমানা নির্ধারণে জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো, রংপুর সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতার কারণে ওই চার উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে আশা করছি। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

২০১২ সালে ২০ ডিসেম্বর সিটি কর্পোরেশনের নির্বাচনের পর এসব উপজেলার সীমানা নির্ধারণ করা হয়নি।

Print Friendly, PDF & Email