CC News

ইজতেমায় এক বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু

 
 

Istemaগাজীপুর : ইজতেমায় আগত এক বিদেশিসহ তিন মুসল্লি মারা গেছেন। এই বিদেশি ইয়েমেনের নাগরিক। তার নাম আহমেদ আবু আবদু জরুন (৭০)। তার বাবার নাম আহমেদ আবু আবদু রকু।

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানান গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: শাহ আলম শরীফ।

মারা যাওয়া অপর দুই মুসল্লি হলেন মোঃ সামসুদ্দিন (৬০), পিতা মৃত হাসমত আলী, পাগলা গ্রাম, গফরগাঁও , ময়মনসিংহ। তিনি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইজতেমা ময়দানের ৩৮নং খিত্তার কাছে ওজু করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে শনিবার ভোর ৫ টার দিকে ইজতেমা ময়দানের ৩৪ নং খিত্তায় জিহাদ আলী কারিগর (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাবার নাম আরজ আলী সরকার। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহেশকুন্ডি গ্রামে।

এছাড়া ইজতেমা শুরুর প্রথম দিন আরো ২ মুসল্লির মৃত্যু হয়। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ এ।

Print Friendly, PDF & Email