• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১২ অপরাহ্ন |

উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: শিল্পমন্ত্রী

Amuঝিনাইদহ: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি তাদের ভুল বুঝতে পেরে বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা জ্বালাও পোড়াও ও সন্ত্রাস সৃষ্টি করে সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
শনিবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বিএনপি  নির্বাচনে অংশ না নিয়ে বুল বুঝতে পেরেছে। এখন তারা শেখ হাসিনার নেতৃত্ব মেনেই উপজেলা নির্বাচনে অংশ নিতে হচ্ছে।  তিনি বিএনপি-জামায়াতের নৈরাজ্যে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে পথসভায় জাতীয় সংসদের নব-নির্বাচিত হুইপ সোলাইমান হক জোয়ারদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ