• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন |

রাজারহাটে অজ্ঞাত যুবক খুনের ঘটনায় মামলা

raarhat-kurigram-news-pic-14-10-16-2রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে রুপালী ব্যাংকের ঋণ কর্মকর্তার লাঠির আঘাতে পরিচয়হীন যুবক (৩০) খুন হয়েছে। ওই রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র গতিয়াসাম এলাকায় বুধবার সন্ধ্যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতিয়াসাম এলাকার আব্দুর রাজ্জাক বাদশার পুত্র রুহুল আমিন বিপ্লব (৩০) নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে এএসপির নেতৃত্বে কুড়িগ্রাম ডিবি পুলিশ বুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
উল্লেখ্য, ঘড়িয়ালডাঙ্গা ইউপির গতিয়াসাম এলাকার পালিত পিতা ওসমান আলীর পুত্র আব্দুল মালেকের বোন মর্জিনা বেগমের কন্যা সীমা (২৭) ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতো। চাকুরী কালীন একই গার্মেন্টসে কর্মরত কুমিল্লার বাসিন্দা খুন হওয়া যুবক অজ্ঞাত (৩০) এর সঙ্গে সীমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরই মাঝে তাদের সংসারে একটি ৩ বছরের কন্যা সন্তানের জন্ম নেয়। কিছুদিন ঘর সংসার ভাল ভাবে চলার পর স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ শুরু হলে চাকুরী ছেড়ে দিয়ে সীমা স্বামী-সন্তানকে নিয়ে রংপুরের নাজিরের হাট এলাকায় তার পৈতৃক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গত কয়েকদিন ধরে আবারও ঝগড়া বিবাদ শুরু হলে সীমা তার মামা আব্দুল মালেককে সংবাদ দিলে বুধবার দুপুরে ভাগনি ও জামাতাকে বাড়িতে নিয়ে এসে মালেক তার প্রতিবেশি মৃত নুর ইসলামের পুত্র বর্তমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াই বাড়ি শাখায় রূপালী ব্যাংকের ঋণ কর্মকর্তা সাজু সরকার অজ্ঞাত ওই যুবককে বেধরক মারপিট শুরু করে। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। টের পেয়ে কৌশলে ব্যাংক কর্মকর্তা সাজু সরকার এবং আব্দুল মালেক ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি খুন হওয়া অজ্ঞাত যুবকের নাম ঠিকানা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ মুহুর্তে তদন্তের স্বার্থে আসামীদের নাম-ঠিকানা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ