• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন |

রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’

img_5528শরীফুল ইসলাম: আমাদের মানুষগুলো এত সহজ. আর চলার পথ বড়ই অমসৃণ। তাই মানবতা বিপন্ন, পশুসম আচরণে লিপ্ত হয় মানুষ, আবার সেখানে মানুষ ঘুরে দাড়াঁয়, আশার বাণী শোনায় পাঁজর শক্ত করে দাড়াঁবার সাহস জোগায়। তখন মানুষের বোধ হয় গাগ্রত, জয়ী হয়ে বীর বেশে ফেরে আসে আবার। এই শিরোনামে শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি রফিক আহমেদ মিন্টুর পরচিলনায় সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, মুক্তি পৌজ পাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন, ত্রীশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র বিভাগের শিক্ষক সাকিল হাসমি, কবি ও লেখক মোখলেসুর রহমান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুল, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল দে, সহ-সভাপতি গোরাঙ্গ সাহা, মতলব শাখার সভাপতি দুলাল ঘোষ, জেলা শাখার কার্যকরী সদস্য আব্দুস সোবহান রানা, বাবুল চক্রবর্তী, বিশ্বনাথ দাস, দীপক চক্রবর্তী, খোকন মজুমদার, অঞ্জনা সাহা, বিচিত্রা সাহা, বিনা মজুমদার প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্যদের দলীয় সঙ্গীত, একক নৃত্য, কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ