• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন |

সাপের গায়ে রয়েছে স্মাইলির চিহ্ন!

সিসি ডেস্ক: সাপ আমাদের কাছে যতটাই ভয়ানক হোক না কেন তাদের রঙ সবসময় আকর্ষণীয় হয়। নিজের ত্বক পরিবর্তন করে সাপ প্রত্যেকবার একটি নতুন রূপ নেয়। কিন্তু জাস্টিন কোবিলকা নামের এক ব্যক্তি সাপের এমন একটি প্রজাতিকে বিকশিত করেছে যার ত্বকের ওপর স্মাইলির চিহ্ন রয়েছে।
জাস্টিন কোবিলকা জানিয়েছেন এই প্রজাতিকে বিকশিত করতে তার ৯ বছর সময় লেগেছে। তিনি জানিয়েছেন এই প্রজাতিকে তিনি প্রাকৃতিকভাবে তৈরি করেছেন। আমরা চেষ্টা করেও এই প্রজাতিকে জঙ্গলে তৈরি করতে পারবো না।
জাস্টিন কোবিলকা বলেছেন সাপের ত্বকের ওপর এর খেকে ভালো স্মাইলি বানানো অসম্ভব। তিনি চেষ্টা করছেন যে এটাকে যতটা সম্ভব ভালো করে করা।
কিন্তু জাস্টিনের এটাকে বিক্রি করার কোনও ইচ্ছা নেই। তিনি জানিয়েছেন তিনি এই কাজটি টাকার জন্য করেননি এবং এখন তিনি এটা বিক্রি করবেন না। তবে এই প্রজাতিকে তৈরি করতে তার অনেক টাকা খরচ হয়েছে।
জাস্টিন কোবিলকার অনুযায়ী এই স্মাইলি সাপের মূল্য ৩৬০০ ইউরো।
আমরা বিভিন্ন ধরনের সাপের রঙের কথা শুনেছি। কিন্তু এই প্রজাতিতে রঙের সাথে স্মাইলিও দেখা যাবে। প্রত্যেকের কাছে এটা যথেষ্ঠ আকর্ষণীয়।

– ইন্টারনেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ