CC News

নোয়াখালীতে হলিউডের সিনেমার শ্যুটিং!

 
 

বিনোদন ডেস্ক: বাংলাদেশের নোয়াখালীতে হলিউডের সিনেমার শ্যুটিং হয়ে গেলো! রবিবার থেকে শ্যুটিংয়ের বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী রেলস্টেশনে এ হলিউড সিনেমার দৃশ্যধারনের কাজ হয়। ১২ মার্চ দুপুরে রেলওয়ে স্টেশণের সামনে শ্যুটিং দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।

১৯৪৭ সালে লহ্মীপুর জেলার মান্দারী এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। এরপর ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি মোজাফফার বিনিতা ভৌমিক রায়কে নিয়ে এসে চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন।
তিনি ট্রেনে করে কলকাতায় যান। কিন্তু ট্রেন থেকে কলকাতায় না নেমে লন্ডনে পাড়ি জমান বিনিতা। তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন বিনিতা।

পরবর্তীতে ওই এলাকায় চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন তিনি। সিনেমাটি তারই জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে।

Print Friendly, PDF & Email