CC News

টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ

 
 

টাঙ্গাইল: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে পোষ্টার লাগানো এবং লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে নিরালা মোড় হয়ে পুনরায় বাসস্ট্যান্ড পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি আরফান আলী মোল্লা, সাদেকুল আলম খোকা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন ও আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email