• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন |

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলি নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে থেকে গুলির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়। এতে পুলিশ অফিসার চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দেয়া হয়েছে।
পার্লামেন্টের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন, তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন। ব্রিটিশ এক রাজনীতিক যিনি পার্লামেন্টের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেয়া হয়েছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যায়, তবে ওই ব্যক্তি মারা গেছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় আরেকটি ঘটনায় পার্লামেন্টের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া গেছে। পার্লামেন্টের ভেতর থেকে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে। পুলিশ তাকে বলেছে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এমপিরা বলছেন তিন থেকে চারটি গুলির আওয়াজ শোনা গেছে। গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা গেছে। অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে। পার্লামেন্ট এলাকার ভেতরে আরো মানুষ আহত হয়ে পড়ে আছেন।
বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ