• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

মিছিল-মিটিং করতে দেন, জঙ্গি থাকবে না: আব্বাস

ঢাকা: বর্তমান সরকার যদি বিএনপিকে ‘স্বাভাবিকভাবে’ সভা-সমাবেশ করতে দেয় তাহলে জঙ্গিবাদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, বর্তমান সরকার গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। এ কারণেই জঙ্গিবাদের সমস্যা দেখা দিয়েছে।

৪৭তম স্বাধীনতা দিবসে রবিবার রাজধানীতে বিএনপির শোভযাত্রা পূর্বের সমাবেশে মির্জা আব্বাস এই কথা বলেন। সাম্প্রতিককালে বিএনপি রাজধানীতে সভা-সমাবেশের অনুমতি না পেলেও এই আয়োজন ছিল ব্যতিক্রম। আইনশৃঙ্খলা বাহিনী কোনো বাধা দেয়নি দলটির নেতা-কর্মীদের। কয়েক হাজার মানুষ নগরীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর বের হয় শোভাযাত্রা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এই বক্তব্যে সরকারের নানা সমালোচনার পাশাপাশি সাম্প্রতিক জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন বিএনপি নেতারা।

এই আয়োজনে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘জঙ্গি যদি এদেশে সত্যি সত্যি এসে থাকে তাহলে গণতন্ত্রকে মুক্তি দিন, মিছিল-মিটিংকে মুক্তি দিন। তাহলে দেখবেন জঙ্গিরা মিছিল মিটিং এর ভিড়ে কোথায় চলে যায়।’ তিনি বলেন, ‘আর যদি আপনারা গণতন্ত্র মুক্তি না দেন, মিছিল-মিটিং এর অনুমতি না দেন, তাহলে মনে করবো জঙ্গি ধরার নামে নাটক চলছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।তা না হলে এসব বন্ধ হবে না।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এ সমস্যা জাতীয় সমস্যা। এটিকে মোকাবেলা করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাকও দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সে ডাকে সাড়া দেয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে যে বিদ্যমান সংকট আছে তা থেকে উত্তরণ লাভের একমাত্র পথ আলোচনার আবহ তৈরি করা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাচ্ছেন। আপনি যদি দেশের মানুষের প্রাণের দাবি তিস্তা চুক্তি করে না আসতে পারেন, তাহলে আপনি দেশের সাধারণ মানুষকে মুখ দেখাতে পারবেন না।’

বক্তব্য শেষে বেলা পৌনে পৌনে তিনটার দিকে বিএনপির শোভাযাত্রা বের হয়। এতে নেতা-কর্মীরা হাতি, ঘোড়া, ‘গণতন্ত্রের কফিন’, মাটিতে রোপন করা ধানগাছ নিয়ে আসেন। মিছিলকে বিজয়নগর হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ