CC News

ঘোড়াঘাটের কলাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
 
বিশেষ প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাটে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ ও অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দিনাজপুর-বগুড়া মহাসড়কে কলাবাড়ী মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাটের কলাবাড়ী মাদ্রাসা সংলগ্ন মহাসড়কে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ওই স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী ভেলাইন গ্রামের বছির উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম ও তার বন্ধু অপর আব্দুস সালাম ঘটনাস্থলে চাপা পড়ে নিহত হন। এতে আহত দুইজনকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Print Friendly, PDF & Email