CC News

ঢাকার মঞ্চে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ

 
 

বিনোদন ডেস্ক: ঢাকার মঞ্চে অভিনয় করবেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ উপলক্ষে আজ(২০ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকায় এসেছেন তিনি ও তার সহশিল্পীরা। ব্লুজ কমিউনিকেশনস সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে আগামীকাল ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘ইসমত আপাকে নাম’। সিটি ব্যাংক নিবেদিত নাটকটিতে নাসিরুদ্দিন শাহসহ অভিনয় করবেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ।

এই প্রদর্শনীর আয়োজক ব্লুজ কমিউনিকেশনস সূত্রে জানা গেছে এক সপ্তাহ আগেই নাটকের টিকিট বিক্রী হয়ে গেছে। তাই সেভাবে প্রচারণা চালানো হচ্ছে না।

Print Friendly, PDF & Email