CC News

দিনাজপুরে ভ্যাট মেলার উদ্বোধন

 
 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মঙ্গলবার (১৬ মে) স্থানীয় ইনস্টিটিউট মাঠে ভ্যাট মেলা-২০১৭ এর উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্¦ মো. আজিজুর ইমাম চৌধুরী। ১ জুলাই হতে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নকল্পে এই ভ্যাট মেলার আয়োজন করে দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার মো. আহসানুল হক, দিনাজপুর চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রির্’র সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. জহির শাহসহ দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email