• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন |

দিনাজপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি: চাকরী জাতীয়করণের দাবীতে দিনাজপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশঅসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে ) বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসক মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু আউয়াল।
স্মারকলিপিতে শিক্ষক-কর্মচারীদের দাবীর মধ্যে রয়েছে, বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করা ও জাতীয়করণের লক্ষ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা বকেয়াসহ প্রদান করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের জন্য আবেদনের সর্বোচ্চ ৬ মাসের মধ্যে তাদের পাওনাদি পরিশোধ করতে আগামী বাজেটে ৩ হাজার কোটি টাকা প্রদান করা, আসন্ন ঈদে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনে অনুদান শব্দের পরিবর্তে বেতন-ভাতাদির সরকারী অংশ সংযুক্ত করা।
স্মারকলিপি শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সামসুল হক, সচিব মো. নেজামুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. জয়নাল আবেদীনসহ কয়েকজন শিক্ষক নেতা বলেন, আমরা কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবী আদায় করতে চাই না। প্রধানমন্ত্রীর নিকট বেসরকারী শিক্ষক-কর্মচারীদের আবেদন, তিনি যেন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবীসমূহ পুরনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলার শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, সচিব আব্দুল আজিজ, সাংগঠনিক সচিব মো. লিয়াকত আলী, ঘোড়াঘাট শাখার সচিব মোঃ তোফায়েল, জেলা শাখার সাংগঠনিক সচিব বিনয় বাবু, বীরগঞ্জ শাখার সভাপতি আব্দুল আজিজ, সচিব বিপুল চন্দ্র, বীরগঞ্জের শিক্ষক নেতা মিজানুর রহমান, শাহিন আলম, সদরের আনোয়ার হোসেন, ফসিউল আলম চৌধুরী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ