CC News

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

 
 

সিসি নিউজ: কুষ্টিয়ার মিরপুরের আমলায় যুবলীগের অফিস ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংষর্ঘে একজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে আমলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় নিহতের নাম সাহাবুদিন আহমেদ শাহীন (২৫)। এছাড়া আহতদের মধ্যে আতিয়ার রহমান, শাহার আলী, সাইদুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বিবার্তাকে জানান, আমলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকরা স্থানীয় যুবলীগ অফিসে ভাংচুর চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল ভাংচুর করে।

এ ঘটনার জেরে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন গ্রুপের লোকজনের সাথে আমলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটলে অন্তত ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শাহীন মারা যায়। সে আমলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থক ছিলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email