CC News

রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 
 

সিসি নিউজ: রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সেলিম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বনশ্রীর ব্লক-বি, ৬ নম্বর রোডের নির্মাণাধীন ৯ তলা ভবনের ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিমের সহকর্মী মো. সোহাগ জানান, দুপুরে তারা ৫ম তলায় কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত সেলিম ও ওসমান বিদ্যুতের তারে জড়িয়ে যান। তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত ওসমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

 

বিবার্তা

Print Friendly, PDF & Email