• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন |

সড়ক বিভাগের সকল কর্মীদের ছুটি বাতিল

সিসি নিউজ : ঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও বিভাগেরর অধীন সংস্থাগুলোর সকল কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।

১৯ জুন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ছুটি বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সোমবার (১৯ জুন) তিনটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এবং সড়ক ও জনপথ অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে আলাদা আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চলমান বর্ষা মৌসুম ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের মহাসড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে সব গ্রেডের কর্মচারীদের ছুটি ১৯ জুন থেকে ঈদুল ফিরতের তৃতীয় দিন পর্যন্ত বাতিল করা হল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

২৬ জুন ঈদ হলে ২৫, ২৬ ও ২৭ জুন সরকারি ছুটি। ২৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৮ জুনও ছুটি থাকবে।

কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি চলতে থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। বিভিন্ন স্থান থেকে যানজটে ভোগান্তিরও খবর আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ