CC News

সকলের সহায়তা ছাড়া কাশ্মীরের স্বাধীনতা অসম্ভব: মেহবুবা মুফতি

 
 

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা না করলে আমরা কাশ্মীর যুদ্ধে জিততে পারব না।

শনিবার ভারতের নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে মেহবুবা মুফতি সাংবাদিকদের একথা জানান। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মেহবুবা বলেন, কাশ্মীরে আমরা যে যুদ্ধে লিপ্ত, তা আইনশৃংখলা সমস্যা নিয়ে না। যতক্ষণ না পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা করবে ততক্ষণ আমরা এই যুদ্ধে জিততে পারব না।

সিকিমের ডোকালা সীমান্ত নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীরে যেসব হামলা হচ্ছে তার পেছনে বিদেশি শক্তি রয়েছে। এমনকি চীনও আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।

কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক দলগুলো একসঙ্গে সমাধানের উদ্যোগ নেয়ায় আনন্দ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা।

Print Friendly, PDF & Email