• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন |

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তার দপ্তরে জাতীয় সৎস্য সপ্তাহ-১৭ উপলক্ষে উদ্বোধনী দিনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে) ইসমত আরা। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ১৯ জুলাই বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্ত করণ ও উদ্বোধনী অনুষ্ঠান, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অবদান ও অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২২ জুলাই স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও জাবরহাট হেমচন্দ্র দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রামান্য চিত্র প্রর্দশন, ২৩ জুলাই লোহাগাড়া ও কালপির বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও ২৪ জুলাই উপজেলা পরিষদ চত্বের মূল্যায়ন পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ