CC News

ব্রাজিলের সুন্দরী পাইলটের ছবি ভাইরাল

 
 

সিসি ডেস্ক: ২৮টির বেশি দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ভক্ত-সংখ্যা ৬০ হাজারের বেশি। পেশায় পাইলট লুয়ানা টরেস জনপ্রিয় তাঁর আকর্ষণীয় ছবিগুলির জন্য। বিশ্বের বিভিন্ন দেশে তোলা নিজের যে ছবিগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

২৭ বছরের ব্রাজিলের এই বিউটিক্যুইন রবিনসন R22 ও R44 হেলিকপ্টার চালান। কপ্টারের ককপিটে তাঁর ছবিতে ভর্তি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

অর্থনীতির স্নাতক লুয়ানা বিদেশের স্যুইমিং পুলে কখনও বিকিনিতে, কখনও সাদা হট-শর্ট ড্রেসে ইনস্টাগ্রামকে মাতিয়ে রেখেছেন। তাঁর ছবির অপেক্ষায় থাকেন ইনস্টাগ্রামে ফলোয়াররা।

লুয়ানা টরেস বলেন, ‘প্রথমবার বিমান চালিয়েছিলাম অস্ট্রেলিয়াতে। কিন্তু, প্রথমবার বিমান চালানোর পর থেকেই প্রেমে পড়ে গিয়েছিলাম’।

Print Friendly, PDF & Email