CC News

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার চারশতাধিক

 
 

সিসি ডেস্ক: সন্ত্রাসবিরোধী এক অভিযানে চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। কর্তৃপক্ষের ভাষ্য, গ্রেফতাদের অধিকাংশই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email