• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং ১৪ ব্যাটালিয়ন দল রানার আপ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবুল কালাম আজাদ, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাকির হোসেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ।
২৯ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ আগষ্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চৌদ্দটি ব্যাটালিয়ন অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ