• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন |

ছাতকে অবৈধভাবে মাদরাসার ভেতরেই চলছে কিন্ডারগার্টেন

ছাতক প্রতিনিধি: ছাতকে দু’বছর থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই চলছে দু’টি প্রতিষ্ঠানের কার্যক্রম। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে এর কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৯৯৪সালে এমপিও ভূক্ত উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর দাখিল মাদরাসার একটি ভবনে ২০১৬সালের ১জানুয়ারি থেকে চলছে জাহিদপুর ইসলামিক কিন্ডারগার্টেনের কার্যক্রম। সরকারি মাদরাসা শিক্ষায় পরিকল্পিতভাবে শিশুদের গড়ে তোলার অঙ্গীকার ও মাদরাসার একটি সহযোগি প্রতিষ্ঠন দাবিদার কিন্ডারগার্টেন পরিচালনা করছেন মাসরাসারই ৫জন শিক্ষক-শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাহেদ, গুলজার আহমদ, লুবনা বেগম, বিলকিছ আকতারও মাসুদ রানা আবির এটি পরিচালনা করছেন। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত কিন্ডারগার্টেনের প্রসপেক্টাসে মাদরাসারই একটি সহযোগি প্রতিষ্ঠান বলা হয়। কিন্ডারগার্টেনে লেখাপড়ার ক্ষেত্রে অভিবাকরা মোটা অংকের টাকা ব্যয় করলেও নি¤œ এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এসূযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া এটি বন্ধের সরকারি আদেশকে উপেক্ষা করে এর কার্যক্রম চলছে বলে জানা গেছে। এব্যাপারে জাহিদপুর মাদরাসা ও কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ওসমান গনি জানান, মাদরাসার পিটিএ কমিটি ও এলাকাবাসির সমন্বয়ে কিন্ডারগার্টেন চালু করা হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভায় এব্যাপারে রেজুলেশন করা হয়। জাহিদপুর মাদরাসা সূপার মাওলানা নূরুল হক শিক্ষা অফিসার এটি বন্ধ করার তাগিদ দিয়েছেন উল্লেখ করে বলেন, কমিটি বসে শীঘ্রই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার জানান, জাহিদপুর কিন্ডারগার্টেন অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তবে সূপারকে এটি বন্ধ করার জন্যে মৌখিক তাগিদ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ