CC News

সৈয়দপুরে চিকলী নদীর বাঁধ রক্ষায় এলাকাবাসী

 
 

সিসি নিউজ: অতি বর্ষণে সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের চিকলী নদীর চওড়া পালপাড়া ব্রিজ হইতে মাদ্রাসা পর্যুন্ত প্রায় (এক) কিলোমিটার বাধ ঝুকির মুখে। স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে একটানা (চব্বিশ ঘন্টা) সিমেন্ট’র বস্তায় বালু ভর্তি করে বাধ রক্ষায় চেষ্টা করছে।

এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন এলাকাবাসীর সাথে হাত মিলিয়ে বাঁধ রক্ষায় উৎসাহ যোগান এবং তাৎক্ষনিক বাঁধ নির্মানে প্রয়োজনীয় সিমেন্ট ও ব্যাগ সরবরাহ করেন। এলাকাবাসী উক্ত বাঁধটি কমপক্ষে চার ফুট উচু, পাকা রাস্তা সহ ব্লক দ্বারা নদীর তীর নির্মানের দাবি জানালে তিনি এলাকাবাসীর দাবি পূরণে আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email