• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন |

বদরগঞ্জ শহর রক্ষা বাঁধে ফাটল, আতংকিত হাজারো পরিবার

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): চার দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় রংপুরের বদরগঞ্জ শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার হাজারো পরিবার।
রবিবার(১৩আগষ্ট) সকালে শহর রক্ষা বাঁধে এ ফাটলের ঘটনা ঘটে। এলাকার লোকজন কলা গাছ ও বালির বস্তা দিয়ে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাটল ঠেকাতে। এ ছাড়াও শহর রক্ষা বাঁধের একটি অংশ দিয়ে পানি হু-হু করে লোকালয়ে প্রবেশ করছে।
বাঁধ সংলগ্ন মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা শাহ্ আলম জানান,এই বাঁধটি ভেঙ্গে গেলে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়বে।
এ দিকে সৃষ্ট বন্যায় উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন বাড়িতে পানি ওঠায় তারা আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে উপজেলার মৎস্য চাষিদের। তাদের পুকুর ও বিলের সব মাছ ভেসে গেছে। মৎস্য অফিস বলছে, পানি না কমা পর্যন্ত ক্ষয়-ক্ষতি নিরুপন করা সম্ভব নয়।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক শহর রক্ষা বাঁধ ফাটলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মেয়র ও পিআইও’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ