• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন |

ঈদে ঘরমুখো যাত্রীদের বিশেষ সেবা দেবে বাংলাদেশ রেলওয়ে

সিসি নিউজ : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম টিকিট ইস্যুসহ ট্রেনের ইঞ্জিন, ওয়াগন ও রেললাইন মেরামতের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)। বুধবার সরকারি সূত্রে এ কথা জানা গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, চলমান বন্যা সামনের সপ্তাহগুলোতে আরো প্রবল হতে পারে এমন আশঙ্কা থেকে ঈদের সময়ে সেবা প্রদানের লক্ষ্যে কিছু অতিরিক্ত পদক্ষেপ নেয়া হয়েছে।
রেলওয়ের একজন মুখপাত্র জানান, ঈদের ১০ দিনেরও বেশি সময় আগে ১৯ আগস্ট থেকে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট প্রদান শুরু হবে। ফিরতি টিকিট দেয়া হবে ২৫ আগস্ট থেকে।
তিনি বলেন, অস্থায়ী ভিত্তিতে অতিরিক্ত ট্রেন চালু, নির্দিষ্ট আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন, টিকিটের কালোবাজারি রোধ এবং ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বাসস’কে বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’
রেলমন্ত্রী আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত অবহিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ