• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন |

খুনি মোশতাকের দোসর ছিলো জিয়া : প্রধানমন্ত্রী

সিসি নিউজ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্র ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভাগ্য এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলো খুনি মোশতাক। আর খুনি মোশতাকের দোসর ছিল জিয়াউর রহমান। কারণ খুনি মোশতাক অবৈধভাবে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেয়। আর জিয়াউর রহমানকে সেনাপ্রধান করে। তার কতটা ঘনিষ্ঠ ছিল যে, সেনাপ্রধান হিসেবে সাথে সাথেই তাকে খুনি মোশতাক নিয়োগ দেয়।

জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু একটা হত্যাকাণ্ড নয়, দেশকে পুনরায় পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাবার উদ্যোগেরও অংশ। যারা দেশের স্বাধীনতা চায়নি, এই মাটিতে জন্ম নিয়েও যারা হানাদারদের ধ্বংসযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত ছিল, ’৭৫ এর পর তারাই ক্ষমতায় এসেছিল।

তিনি বলেন, যারা রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গড়ে তুলেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, হানাদারবাহিনীকে পথ চিনিয়ে দেশের বিভিন্ন আনাচে-কানাচে নিয়ে গিয়েছিল, আমাদের মা-বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল, দিনের পর দিন তাদের ওপর পাশবিক অত্যাচার করেছিল, বাংলাদেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করেছে, গণহত্যা চালিয়েছে, তারাই তাদের এদেশীয় দোসরদের সঙ্গে নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদের বিচারের হাত থেকে রেহাই দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান।

শেখ হাসিনা বলেন, যেসব যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন- অনেকের সাজা হয়েছিল, অনেকে পাকিস্তানের পাসপোর্টে পাকিস্তানে বা বিদেশে ছিল তাদের বিচার বন্ধ করে দিয়ে জিয়া অবৈধভাবে ক্ষমতা নিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। জিয়া একাধারে সেনাপ্রধান ও চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হলো। তখন তাদের (যুদ্ধাপরাধীদের) মুক্তি দিয়ে ক্ষমতায় বসালো।

প্রধানমন্ত্রী জাতির পিতার খুনিদের পুরস্কৃত করা প্রসঙ্গে বলেন, বারবার এই পুরস্কারের খেলা আমি দেখেছি। কেউ কেউ খুনিদেরকে দিয়ে দল গঠন করিয়েছে। ব্যারিস্টার মঈনুল হোসেন খুনি হুদা এবং শাহরিয়ার- এদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। ইত্তেফাকে বসে মঈনুল হোসেন খুনিদের দিয়ে রাজনৈতিক দল গঠন করিয়েছিল। জিয়াউর রহমান এদের কাউকে প্রধানমন্ত্রী, কাউকে মন্ত্রী, উপদেষ্টা করেছিল। জেনারেল এরশাদ ওই খুনি রশিদ-ফারুককে দিয়ে ফ্রিডম পার্টি তৈরি করে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল। আর খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ও খুনি রশিদ আর মেজর হুদাকে সংসদ সদস্য করে বিরোধী দলের চেয়ারে বসিয়েছিল। এই খুনিরাই এসব রাজনৈতিক দলগুলোর ক্ষমতার সাথী হয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে তাদের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘৭৫ থেকে ’৯৬ পর্যন্ত ২১টি বছর বঙ্গবন্ধুর নামটি মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়। জাতির পিতার একক প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়নি এটি সত্য। কিন্তু যার একক উদ্যোগ, প্রেরণা এবং সাংগঠনিক শক্তি এর নেপথ্যে ছিল তিনিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর আক্রমণ চালানোর পরপরই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানিরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার বাড়ি আক্রমণ করে এবং তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। শুধু তাই নয়, ২৬ মার্চ ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে বঙ্গবন্ধুর নাম বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই দোষারোপ করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ইয়াহিয়া খান কিন্তু তাঁর ভাষণে আর কারো নাম বলেননি বা কাউকে দোষারোপ করেননি। জিয়াউর রহমানতো তার (ইয়াহিয়া) চাকরি করতো। একজন মেজর ছিল সেনাবাহিনীর। তাকে কি গ্রেফতার করেছিল বা তার কি চাকরি খেয়েছিল? তাও খায়নি। বঙ্গবন্ধুকেই তারা শত্রু হিসেবে দেখেছিল। তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় এবং প্রহসনের বিচার করে ফাঁসির রায়ে সই পর্যন্ত করেছিল।

শেখ হাসিনা ’৭৫ এর পর স্বাধীনতাবিরোধীদের বারবার দেশের ক্ষমতায় বসানোর চক্রান্তের কথা উল্লেখ করে বলেন, একবার চিন্তা করে দেখেন- আজকে কোনো হত্যাকাণ্ড হলে সবাই সোচ্চার হন বিচারের জন্য। কই কেউতো একথা বলেন না যে, খুনিরা আমার পিতা, মাতা এবং শিশু রাসেলকে হত্যা করেছিল তাদের বিচার হোক।

প্রধানমন্ত্রী বলেন, আজ দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে বলেই আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি তো নিজের জীবনে কিছু চাননি। তিনিতো কিছুই নিয়ে যাননি, দিয়েই গেছেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সাধারণ জীবন যাপনের কথা উল্লেখ করে বলেন, ধানমন্ডির ওই ছোট্ট বাড়িটা যেটা এখন আমরা বঙ্গবন্ধু মিউজিয়াম করেছি, আপনারা যারা জাননি গিয়ে দেখে আসবেন কেমন সাদামাটাভাবে বঙ্গবন্ধু জীবন যাপন করতেন। তিনি তো একটা দেশের রাষ্ট্রপতি, তিনি তো এই দেশটাকে স্বাধীন করেছেন। এখন হয়তো অনেকেই বিশ্বাস করবে না, এভাবে কী করে একটা দেশের সরকার প্রধান বসবাস করতেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে বিনা গোসল ও জানাজায় সৈনিকদের দাফনের চেষ্টার মর্মান্তিক বর্ণনা দেন। যা কার্ফ্যু চলাবস্থাতেও স্থানীয়দের বাঁধাতে সৈনিকরা করতে ব্যর্থ হয়। রিলিফের কাপড়ের পাড় ছিড়ে সেই পাড় দিয়ে সেদিন দাফন হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

প্রধানমন্ত্রী বলেন, অত্যাচার, খুন, দুর্নীতি এটাই ছিল ’৭৫ পরবর্তী সরকারগুলোর কাজ। বাংলাদেশের মানুষের ভাগ্য যখনই পরিবর্তন হতে যায় তখনই চক্রান্ত শুরু করে অপশক্তি। এখন আবার চক্রান্তকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলের সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ যখন একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, একটু আশার আলো দেখে এবং যারা এই মানুষের জন্য কাজ করে তাদের ওপরই যেন অশুভ শক্তি আঘাত হানতে চায়। নিজেরা নিজেদের জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী অনেক কিছুই ভাবেন আর কাজের সময় যত ধরনের অপকর্মকে তারা প্রশ্রয় দেন এবং উৎসাহিত করেন। কিন্তু কেন?

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, এদেশের মানুষের কি বেঁচে থাকার, একটু ভালো থাকার অধিকার নেই? তাঁদের নিজেদের জীবন মান উন্নত করার অধিকার নেই? তাঁরা কি একটু সুন্দরভাবেও বাঁচতে পারবে না?

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও আবেদ খানও বক্তব্য দেন। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ