• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন |

টাঙ্গাইলে রেলসেতুর মেরামত শেষ, ট্রেন চলাচল শুরু

সিসি নিউজ: টাঙ্গাইলের কালিহাতীতে পুংলী নদীর উপর পৌলী রেলসেতুর মেরামত কাজ শেষ হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্নরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।  রেলওয়ের পশ্চিমঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রোববার ওই রেল সেতুর কাছে মাটি সরে যাওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেলপথে যোগাযোগ বন্ধ ছিল।

জানা গেছে, পুংলী নদীর উপর ক্ষতিগ্রস্ত রেলসেতুটি ঠিক করতে তিনশতাধিক রেলশ্রমিক কাজ করেছে। রবিবার রাতে রেলসেতুটি মেরামতের জন্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল কাজে যোগ দিয়েছিল।

উল্লেখ্য যে, রবিবার সকাল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যমুনা নদীর উপর অবস্থিত কালিহাতী উপজেলার পৌলী রেলসেতু এলাকায় অতিক্রম করার পর পরই পৌলী রেলসেতুর ৩০ ফিট এলাকা জুড়ে এ্যাপ্রোচ অংশ ধসে পরে। বন্যার পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ