CC News

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তারামন বিবি

 
 

কুড়িগ্রাম প্রতিনিধি : উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরপ্রতীক তারামন বিবি।
১৫ দিন চিকিৎসার পর সোমবার বিকালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ফিরেন আসেন তিনি।
এর আগে গত ৩ আগষ্ট রাতে হঠাৎ করে তার দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় মাথা ও পিঠ ব্যথা। বলতে গেলে তিনি অচল হয়ে পড়েন।
রাজীবপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরদিন ৪ আগস্ট সকালে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে তাকে রংপুর সিএমএইচ হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করান।
সেখানকার চিকিৎসকরা ৫ আগষ্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেখানে তিনি ১৫ দিন উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তারামন বিবি।

Print Friendly, PDF & Email