CC News

মাহি একজন লক্ষ্মী গৃহবধূ

 
 

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে মাহির ঈদ করছেন। এ সময়টায় পুরোদস্তর গৃহবধূ হয়ে উঠেন এ জনপ্রিয় নায়িকা। কোরবানির গরু জবাই থেকে শুরু করে ভাগ-বাটোয়ারা, সংসারের অন্যান্য বিষয় সামলানো সবই একা হাতে করছেন মাহি। আর এসব কথা জানালেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু।

মাহির শ্বশুর-শাশুড়ি দুজনেই এবার হজে গিয়েছেন। যাওয়ার আগে সংসারের চাবির গোছা মাহির আঁচলে বেঁধে দিয়ে গেছেন।

অপু বলেন, ‘আমি একটা দরকারে চাবি চাওয়ার পর সে আমাকে চাবি দেয়নি, নিজের হাতে এসে তালা খুলে দিয়েছে। বলেছে, আব্বা-আম্মা হজ থেকে ফেরার আগ পর্যন্ত এ চাবি কাউকে দেওয়া যাবে না। কারো দরকার থাকলে সে নিজে খুলে দেবে। বলতে পারেন একজন লক্ষ্মী গৃহবধূ সে।’

ঈদের নামাজ পড়ে এসে বেশ অবাকই হতে হয়েছে অপুকে। তিনি বলেন, ‘নামাজ থেকে এসে দেখি সে গরু কোরবানির জন্য প্রস্তুত করে রেখেছে। এমনকি মাংস নিজ হাতে গরীব মানুষ, আত্মীয়-স্বজনদের মধ্যে বিলি করেছে।’

মাহির হাতের গরুর কালা ভুনা বেশ প্রিয় অপুর। শুধু কালা ভুনা না নানা ধরনের খাবার- কাস্টার্ড, কালো জাম ইত্যাদি বানাচ্ছেন তিনি।

অপু বলেন, ‘মাহি রীতিমত এক্সপেরিমেন্ট করছে। কোন কিছু বানানোর পর আমাকে আগে খেতে দিচ্ছে, আমি খেয়ে ভালো বললে তবে সবাইকে ডেকে খাওয়াচ্ছে।’

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় তিনি সিলেটেই কাটান।

Print Friendly, PDF & Email