CC News

দ. আফ্রিকা সফরে বাংলাদেশের দল ঘোষণা সোমবার

 
 

খেলাধুলা ডেস্ক: চলতি মাসের শেষ সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর প্রোটিয়াদের বিপক্ষে চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি জানায়, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দল আগামীকাল (সোমবার) শেরেবাংলার মিডিয়া সেন্টারে সকাল ১১ টায় ঘোষণা করা হবে।’

এদিকে প্রায় নয় বছর পর চলতি মাসে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। আর এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি-
তিনদিনের প্রস্তুতি ম্যাচ: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ, সেপ্টেম্বর ২১-২৩, সাহারা পার্ক উইলোমুর, বেনোনি।

টেস্ট সিরিজ; প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর।
দ্বিতীয় টেস্ট ৬-১০ অক্টোবর।

ওয়ানডে সিরিজ:
প্রস্তুতি ম্যাচ: ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডে ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডে ২২ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর।

Print Friendly, PDF & Email