CC News

দিনাজপুর প্রেসক্লাবে সাহিত্য সভা ও সম্মাননা স্মারক প্রদান

 
 

দিনাজপুর প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে মাসিক সাহিত্য সভা। এসভায় বিশিষ্ট সমাজ সেবক ব্রীজ মাষ্টার মোহাম্মদ আলী চৌধূরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্ছু।সাহিত্য সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কবি মাসুদ মোস্তাফিজ, সম্মানাপ্রাপ্ত ব্রীজ মাষ্টার মোহাম্মদ আলী চৌধূরী, গল্পকার মাহবুব আলী, কবি আমজাদ আলী, ছড়াকার মমিনুল ইসলামসহ অন্যরা।
পরে প্রায় অর্ধশত কবি ও সাহিত্যিক তাদের স্বরচিত কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ পাঠ করেন।

Print Friendly, PDF & Email