CC News

পাসপোর্ট করতে এসে শিশুসহ ২ রোহিঙ্গা নারী আটক

 
 
বগুড়া: পাসপোর্ট করতে এসে আটক হয়েছে  শিশুসহ দুই রোহিঙ্গা নারী। বগুড়া পাসপোর্ট অফিস থেকে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে রেখেছে।
পুলিশ জানায়, হাজেরা বিবি (৩০) নামে এক নারী বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফরম পুরণ করতে আসেন। এসময় পাসপোর্ট দফতরের কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। ওই নারীর কথায় অসামঞ্জস্যতা দেখে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, হাজেরার সঙ্গে আটক আমেনা বিবি (৪৮) তার মা এবং ওসমান গণি নামের ৭ বছরের শিশুটি তার ছেলে। তারা বগুড়ার উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন। তাদেরকে কক্সবাজার পাঠানো হবে।
Print Friendly, PDF & Email