CC News

নীলফামারীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

 
 

নীলফামারী প্রতিনিধি: আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।
১৩অক্টোবর শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মম খালেদ রহীম।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহিনুর আলমের সভাপতিত্বে সভা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আখতারুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কোবাদ আলী সরকার ও শার্প’র প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য দেন।
সেখানে চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী তিন শিক্ষার্থীকের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
এরআগে বনার্ঢ্য র‌্যালি ডিসি অফিস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
“দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে সহযোগীতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আরডিআরএস, প্ল্যান বাংলাদেশ, ব্র্যাক, মুসলিম এইড, ইএসডিও ও শার্প।

Print Friendly, PDF & Email