CC News

ত্রাণ-নিরাপদের আশায় রোহিঙ্গাদের ঢল নেমেছে

 
 

সিসি ডেস্ক: ত্রাণ আর নিরাপদ জীবনের আশায় মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গার ঢল নেমেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি বলছে রাখাইনে নির্যাতন কমলেও নানা সুযোগ-সুবিধা পাওয়ায় আশ্রিতরা ওপারের রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করছে। এদিকে নতুন করে রোহিঙ্গা আসায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে।
গেল মাসে অনুপ্রবেশ প্রায় শূন্যে নেমে আসলেও নিরাপদ জীবনের আশায় নতুন করে রোহিঙ্গা ঢল নেমেছে।
আশ্রিত স্বজনের কাছে নিরাপদ জীবনের কথা শুনেই মিয়ানমার ছেড়ে আসছেন অনেকে।
এক দাড়িওয়ালা রোহিঙ্গা জানান, ওখানে আমাদের যে রেশন দেয় তা খুবই সামান্য। যেমন একটা রসুন, দুইটা পেয়াজ, দুইকেজি চাল, একটা ডিম আর মাছ। তাই এখানে চলে আসছি।
এক মহিলা রোহিঙ্গা জানান, ওখানকার সরকার বলছিলো তোমাদের যেতে হবে না খাবার দেয়া হবে। কিন্তু খুব অল্প খাবার দেয়া হচ্ছে। তাই আমরা এখানে চলে আসছি।
স্থানীয়রা বলছে, ফোনে যোগাযোগ করে অনেককে আসছে নিয়ে আশ্রিত রোহিঙ্গারা।
রাখাইনে নির্যাতন কমে আসার পরও হঠাৎ অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় চিন্তিত বিজিবি।
জাতিসংঘের হিসেবে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা এসেছে ৫ লাখ ৮২ হাজার। এর মধ্যে গেল দুই সপ্তাহেই এসেছে প্রায় ৫৭ হাজার।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Print Friendly, PDF & Email