• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন |

সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালকের পদত্যাগ

ঢাকা, ১৪ নভেম্বর : দায়িত্ব নেওয়ার পর এবার সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালক পদত্যাগ করেছেন। এদের মধ্যে চারজন স্বতন্ত্র ও তিনজন শেয়ারধারী পরিচালক।

সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তারা পদত্যাগপত্র দেন বলে বেসরকারি ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের জানান।  তিনি বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।”

গত ৩০ অক্টোবর সোস্যাল ইসলামী ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন হয়। পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ হোসেন।

নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী। নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ